নারী দলের প্রধান নির্বাচক আতহার আলী

নির্বাচক কমিটি নিয়ে কম নাটক হয়নি। দ্বি-স্তর বিশিষ্ট নির্বাচক কমিটি গঠন করার পর নির্বাচক প্যানেল থেকে হাবিবুল বাশারকে সরিয়ে দিয়ে বেশ সমালোচনার জন্ম দিয়েছে বিসিবি। তাকে করা হয়েছিল নারী ক্রিকেট দলের প্রধান নির্বাচক।

হাবিবুল বাশার সুমন সরাসরি কিছু না বললেও, হতাশা প্রকাশ করেছিলেন। চারদিকে তুমুল সমালোচনার কারণে অবশেষে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিসিবি। হাবিবুল বাশার সুমনকে ফেরানো হয়েছে মূল নির্বাচক প্যানেলে। তার পরিবর্তে নারী ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দেয়া হলো আতহার আলী খানকে।

দ্বি-স্তর বিশিষ্ট নির্বাচক কমিটির সিদ্ধান্তের বিরোধিতা করে প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ফারুক আহমেদ। তার পরিবর্তে আজ প্রধান নির্বাচক হিসেবে আরেক নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর নাম ঘোষণা করেননি বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। জল্পনা ছিল নির্বাচক কমিটিতে ঢুকতে পারেন আতহার আলী খান। তবে, মূল নির্বাচক প্যানেলে না হলেও নারী ক্রিকেট দলের প্রধান নির্বাচক করা হয়েছে তাকে।



মন্তব্য চালু নেই