নারী-সঙ্গ থেকে বঞ্চিত? জেনে নিন প্রেম না জোটার ১০টি ভুল

মেয়েদের দেখলেই আপনি ঘাবড়ে যান। মেয়েদের সঙ্গে মেলামেশায় আপনি তেমন অভ্যস্ত নন।

কোনও মেয়ে আপনার সঙ্গে একটু হেসে কথা বললেই আপনি ভেবে বসেন, সে নির্ঘাৎ আপনার প্রেমে পড়ে গিয়েছে।

আপনি যদি শুরুতেই প্রেম-গদগদ হয়ে কোনও মেয়ের সঙ্গে মেলামেশা করতে চান, তাহলে সে স্বভাবতই বিরক্ত হবে।

আপনি ভয়ানকভাবে পৌরুষের অহঙ্কারে ভোগেন। মেয়ে মানেই বোকা, ন্যাকা— এমনটাই ধারণা আপনার।

আপনার কথাবার্তা আচার-আচরণে মেয়েদের ছোট চোখে দেখার মানসিকতা প্রকাশ পায়। স্বভাবতই মেয়েরা আপনাকে এড়িয়ে চলে।

আপনার রসবোধ খুব খারাপ। কোনও মেয়ের সঙ্গে কী ধরনের রসিকতা করা উচিৎ, সেই জ্ঞান আপনার একেবারেই নেই।

আপনি যদি এমন কোনও রসিকতা করেন যা অশালী‌ন, কিংবা মেয়েদের পক্ষে অপমানজনক, তা হলে মেয়েরা আপনাকে অপছন্দ করবেই।

আপনি সব সময়েই একজন প্রেমিকা জোটানোর জন্যে হন্যে হয়ে ঘুরছেন। ফলে যে কোনও মেয়ের সঙ্গেই আলাপ হোক না কেন, আপনি সেই মেয়েকে নিজের প্রেমিকা করে তোলার জন্য উঠেপড়ে লাগেন। মেয়েটির পক্ষে এটি খুব অস্বস্তিকর অভিজ্ঞতা কিন্তু।

আপনি জানেন না কোথায় থামতে হবে। কোনও মেয়ে কখন আপনাকে এড়িয়ে যেতে চাইছে, কখন সে চাইছে একা থাকতে তা তো কোনও মেয়ে আপনাকে স্পষ্ট করে বলবে না, বরং তার আচরণ থেকে এটা আপনাকে নিজেকে‌ই বুঝে নিতে হবে।

আপনি নোংরা এবং অগোছালো স্বভাবের। সাধারণভাবে মেয়েরা পরিষ্কার পরিচ্ছন্ন পুরুষদেরই পছন্দ করে। যদি নোংরা জামা, এলোমেলো চুল, কিংবা গায়ে ঘামের দুর্গন্ধ নিয়ে নারীসঙ্গ করতে যান, তা হলে মেয়েরা আপনার থেকে দূরে সরে যাবে— এটাই স্বাভাবিক।



মন্তব্য চালু নেই