নারী সাংসদরা শোপিস : বোল পাল্টালেন এরশাদ!

নারীর ক্ষমতায়ন নিয়ে প্রশ্ন তুলে জাতীয় সংসদ ভবন থেকেই নারীর প্রতি বৈষম্য দূর করার দাবি জানিয়েছেন বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

সোমবার সকালে দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ দাবি জানান তিনি।

এর আগে একই অধিবেশনে বাজেট বক্তৃতায় নারীদের শোপিস বলে সংসদে সমালোচনার মুখে পড়েন তিনি।

এরশাদ বলেন, ‘২০১৫-১৬ অর্থবছরে বাজেট আলোচনায় একটি শব্দ ভুলবশত উচ্চারিত হয়েছিল। সেটা নিয়ে সংসদে নারী এমপিরা হট্টগোল শুরু করেন। তাই সেদিন আর বলতে পারিনি। আমরা নারীদের সমানাধিকারের কথা বলি। কিন্তু তারা কি সবক্ষেত্রে সমান অধিকার পান? আমাদের নারী সমাজ এগিয়ে যেতে পারেন- যদি তারা পুরুষের সমান সুযোগ-সুবিধা পান। এ দেশে নারীরা বিভিন্নভাবে লাঞ্ছনা-গঞ্জনার শিকার হয়ে আত্মহত্যা করে। তাই এদের অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব, আমাদের দায়িত্ব, সংসদের দায়িত্ব।

আমরা যে বরাদ্দ পাই, তাদেরও সেই বরাদ্দ দেওয়া হোক। এখান থেকেই বৈষম্য দূর করা হোক। আমরা নারী-পুরুষের সমান অধিকার চাইব; আর এই সংসদেই বৈষম্য থাকবে, তা হতে পারে না। তাই এখান থেকেই বৈষম্য দূর হোক।’



মন্তব্য চালু নেই