নার্স নিয়োগের বয়সসীমা ৬ বছর বাড়ল

সরকারি হাসপাতাল বা স্বাস্থ্য প্রতিষ্ঠানে নার্স নিয়োগে বয়সসীমা ৬ বছর বাড়িয়ে ৩০ থেকে ৩৬ বছর করা হয়েছে।

সরকারি চাকরিতে নার্সদের চাকরিতে প্রবেশের এ বয়সসীমা ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।

মোশাররাফ হোসাইন ভূইঞা জানান, সিনিয়র স্টাফ নার্স নিয়োগের যে বিধিমালা রয়েছে, তা শিথিল করে এ প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। নার্সিং পাস করে ২০০৬ সালের পর কেউ সরকারি চাকরিতে আসতে পারেননি।

মন্ত্রিপরিষদ সচিব জানান, বর্তমানে তিন হাজার ৭২৮টি নার্সের পদ শূন্য রয়েছে। আরো ১০ হাজার সিনিয়র স্টাফ নার্স নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।



মন্তব্য চালু নেই