নাসিরনগরে হামলায় প্রত্যক্ষ-প‌রোক্ষভা‌বে আ’লীগ জ‌ড়িত : বিএনপি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের বাড়িঘর, মন্দির ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় প্রত্যক্ষ ও প‌রোক্ষভা‌বে আওয়ামী লীগ জ‌ড়িত বলে মন্তব্য করেছেন বিএন‌পির ভাইস‌ চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)।

বিএপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এর আগে শুক্রবার বিএনপি প্রধান খালেদা জিয়ার নির্দেশে নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলায় ক্ষতিগ্রস্তদের সহমর্মিতা জানাতে যায় বিএনপির প্রতিনিধি দল। এ পরিপ্রেক্ষিতেই সংবাদ সম্মেলনটি করে বিএনপি।

সংবাদ সম্মেলনে হাফিজ উদ্দিন বলেন, ‘দেশবাসীর কা‌ছে আজ দিবা‌লো‌কের মত স্পষ্ট হ‌য়ে‌ছে কারা এ ঘটনায় জ‌ড়িত। আওয়ামী লীগ হিন্দু‌দের সম্প‌ত্তি দখল ক‌রে রে‌খে‌ছে। আমরা চাই যে সব লো‌কেরা হিন্দু‌দের সম্প‌ত্তি দখল ক‌রে‌ছে তা‌দের এক‌টি তা‌লিকা ক‌রে তা‌দের বিচার করা হোক।’

‘এ হামলায় বিএনপি-জামায়াত জড়িত’ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল হা‌নি‌ফের এ বক্তব্যের জবা‌বে তি‌নি ব‌লেন, ‘আজ দে‌শের আবহাওয়া খারাপ। ৩ নম্বর সতর্ক সং‌কেত চল‌ছে। হয়‌তো আওয়ামী লীগ নেতারা বল‌বেন এটার জন্য বিএন‌পি দা‌য়ী। অথবা বল‌তে পা‌রেন, এর জন্য জিয়াউর রহমান দা‌য়ী। আওয়ামী লী‌গ নেতা‌দের এরকম হাস্যকর কথা কেউ বিশ্বাস ক‌রে না।’

নাসিরনগর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়ে বিএনপির এ নেতা বলেন, ‘একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে যারা হিন্দুদের মন্দির ও বাড়িঘর ভাংচুর করেছে তাদের বিচার করতে হবে। প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। মুসলমান- হিন্দুরা যাতে একত্রে বসবাস করতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি দাবি করছি।’

অভিযোগ করে হাফিজ বলেন, ‘প্রথম হামলার ঘটনা অনাকাঙ্খিত বলা যেতে পারে। কিন্তু আবার ৬টি বাড়িতে নতুন করে আগুন দেওয়া হয়েছে। এতেই প্রমাণিত হয় এর পেছনে ষড়যন্ত্র রয়েছে। ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেছেন, হামলা হয়েছে দুপুর ১টার দিকে আর পুলিশ এসেছে বিকেল ৫টার দিকে। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হলে এ ধরনের ঘটনা এড়ানো যেত। আইন শৃঙ্খলাবাহিনীকে আরো তৎপর হতে হবে।’

দলটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, সহ সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আউয়াল খান, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা মুন্নী ও ব্যারিস্টার রুমিন ফারহানা প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই