নাসির তো আর বাচ্চা নন

বিপিএলে দুটি ম্যাচে রান পেয়েছেন নাসির হোসেন। তবে এতেই জবাব দেয়া হয়ে গেছে, মনে করছেন না এই অলরাউন্ডার। নিজেকে প্রমাণেরও কিছু দেখছেন না। উপভোগ করছেন তিন নম্বরে ব্যাটিং।

এবার নিউজিল্যান্ড সফরের জন্য প্রস্তুতি ক্যাম্পের স্কোয়াডে জায়গা পাননি। বিপিএলের শুরুতেও একই অবস্থা।

প্রথম দুই ম্যাচে ব্যাটিংয়ের সুযোগই পাননি! পরের দুই ম্যাচে তিন নম্বরে নেমে করেছেন ৩৩ বলে ৩৮ ও ৩৫ বলে ৪৩। দুই ম্যাচেই নতুন বল হাতে নিয়েছেন একটি করে উইকেট। দুটি ম্যাচই জিতেছে ঢাকা।

চট্টগ্রামে বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন নিজের কাজটুকুই করছেন, ‘প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। নিজেকে প্রমাণ করার কিছু নেই। আমি তো আর বাচ্চা নই যে প্রমাণ করতে হবে। আমার কাজ হচ্ছে রান করা, ম্যাচ জেতানো। এই তো।’

টপঅর্ডারে ব্যাট করার অভিজ্ঞতা খুব বেশি নেই নাসিরের। আপাতত তিন নম্বর পজিশনটাকে তার মনে হচ্ছে যুঁতসই, ‘অবশ্যই ভালো লাগছে। রান যেখানেই করি না কেন, ভালো লাগবেই। এগারো নম্বরে নেমে রান করলেও ভালো লাগে। তিন নম্বরে ব্যাট করে দুই ম্যাচে রান পেয়েছি। এটিই আমার জন্য ঠিক আছে।’

বিপিএলে চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে বৃহস্পতিবার নাসিরের ঢাকা মুখোমুখি হবে চিটাগাং ভাইকিংসের।



মন্তব্য চালু নেই