না ফেরার দেশে খলনায়ক আদিল

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আদিল আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। নারায়ণগঞ্জের নিজ বাড়িতে শনিবার রাতে মারা যান তিনি।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান আদিলের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন তিনি। শিল্পী সমিতির পক্ষ থেকে আমাদের একটা টিম নারায়ণগঞ্জ গেছে।’

রবিবার বাদ-জোহর আদিলের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

‘এখানে আকাশ নীল’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে ১৯৭২ সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন আদিল। ৮০’র দশকে জনপ্রিয় খলনায়ক ছিলেন তিনি।

‘রাজমহল’, ‘মোকাবেলা’, ‘বারুদ’, ‘বন্দুক’, ‘বুলবুল এ বাগদাদ’, ‘ঈমান’, ‘চন্দ্রলেখা’, ‘একাই একশো’, ‘তাজ ও তলোয়ার’, ‘সওদাগর’, ‘নাগিনী কন্যা’ ‘তিন বাহাদুর’, ‘অশান্তি’, ‘শাহী দরবার’, ‘নসীব’, ‘রাজিয়া সুলতানা’, ‘নেপালী মেয়ে’, ‘পাতাল বিজয়’সহ অসংখ্য জনপ্রিয় ছবিতে অভিনয় করেন আদিল।

আদিলের মৃত্যুতে বিএফডিসিতে নেমে এসেছে শোকের ছায়া। চিত্রনায়ক সোহেল রানা, ববিতা, ওমর সানি, অমিত হাসানসহ আরও অনেকেই শোক প্রকাশ করেছেন।



মন্তব্য চালু নেই