নিঃশর্ত ক্ষমা চাইলেন খাদ্যমন্ত্রী

প্রধান বিচারপতি ও বিচার ব্যবস্থা নিয়ে আদালত অবমাননাকর বক্তব্যের বিষয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে আপিল বিভাগে আবেদন করেছেন। আবেদনে তিনি স্বশরীরে হাজিরার জন্য এক সপ্তাহ সময় প্রার্থনা করেছেন।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আদালতে এ আবেদন করেন খাদ্যমন্ত্রী। তার অন্যতম আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

প্রসঙ্গত, গত ৮ মার্চ জামায়াত নেতা মীর কাসেম আলীর রায়ের দিনে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন নয় সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে তলব করেন। আগামীকাল ১৫ মার্চ তাদের স্বশরীরে হাজির হওয়ার কথা রয়েছে।



মন্তব্য চালু নেই