নিউইয়র্কে চালু হচ্ছে আইসক্রিমের জাদুঘর!

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চালু হতে যাচ্ছে ব্যতিক্রমি একটি জাদুঘর। এই গ্রীষ্মে নিউইয়র্কের বাসিন্দাদের স্বস্তি দিতেই যেন আসছে এই জাদুঘরটি। টাইম আউট নিউইয়র্ক নামের একটি ম্যাগাজিনে বলা হয়, চলতি মাসে নিউইয়র্কের ম্যানহাঁটন শহরে চালু হতে যাচ্ছে আইসক্রিমের জাদুঘর।

এই জাদুঘরে সবধরনের আইসক্রিমের স্বাদ পাবেন নিউইয়র্কবাসী। জাদুঘরটি জুলাই মাসের ২৯ তারিখ থেকে শুরু করে আগস্টের ৩১ তারিখ পর্যন্ত চালু থাকবে এবং সপ্তাহে ৬ দিনই খোলা থাকবে এটি।

বিশ্বের বিভিন্ন স্বাদ-গন্ধ-বর্ণ ও নকশার আইসক্রিমের ব্যবস্থা থাকছে এই মিউজিয়াম অব আইসক্রিমে। এখানে ঠিক কি কি ধরনের ফ্লেভার থাকছে সেটা অগ্রিম জানিয়ে দেয়া হবে নির্ধারিত ওয়েবপেইজে। মিউজিয়ামটির নকশা করা হবে শিল্প, খাবার এবং খেলাধুলার বিভিন্ন নমুনা নিয়ে। এটা নিঃসন্দেহে হবে ভিন্ন এক জাদুঘর।

তথ্যসূত্র : টাইম আউট নিউইয়র্ক



মন্তব্য চালু নেই