নিউজিল্যান্ডে ভূমিকম্পের পর সুনামির আঘাত

নিউজিল্যান্ডে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আঘাত হেনেছে। ভূমিকম্পের দুই ঘণ্টা পর উত্তর-পূর্ব উপকূলে সুনামি আঘাত হানে। খবর-বিবিসির।

সিভিল ডিফেন্স মন্ত্রণালয় এক টুইট বার্তায় জানিয়েছে, ঢেউ ইতোমধ্যে দক্ষিণ আইল্যান্ডের উত্তর-পূর্ব উপকূলে আঘাত হেনেছে। এছাড়া আরো কয়েকটি ঢেউ উপকূলে আঘাত হানতে পারে।

এ বিষয়ে এক সতর্কবার্তায় পূর্ব ও দক্ষিণ উপকূল এবং চাথাম আইল্যান্ডের বাসিন্দাদের উঁচু এলাকায় সরে যেতে বলা হয়েছে।

এর আগে নিউজিল্যান্ডের স্থানীয় সময় রোববার (১৩ অক্টোবর) রাত ১২টা ২ মিনিটে (বাংলাদেশ সময় বিকাল ৫টা ২ মিনিট) রিখটার স্কেলে ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

উল্লেখ্য, এর আগে ২০১১ সালে নিউজিল্যান্ডের ওই এলাকায় ৬.৩ মাত্রার ভূমিকম্পে পাহাড় ধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ওই ঘটনায় প্রায় ২০০ মানুষের মৃত্যু হয়েছিল।



মন্তব্য চালু নেই