নিখুঁত ছবি তুলতে সেলফি স্ট্যান্ড

সেলফি জ্বরে যখন পুরো দুনিয়া কাঁপছে। তখন সেলফি তোলার জন্য উদ্ভাবিত হচ্ছে নানা প্রযুক্তি। সেলফি স্টিক, সেলফি জুতো এবং সেলফি হ্যাট ইতোমধ্যে সবার নজর কেড়েছে। স্মার্টফোনে সেলফি তোলার জন্য ব্যবহৃত হচ্ছে এসব প্রযুক্তি। এদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে সেলফি স্টিক। কিন্তু সেলফি স্টিক বয়ে বেড়ানো ঝক্কির কাজ। এই সমস্যার সমধানে মাঠে নেমেছে আসুস। তারা স্মার্টফোনের জন্য সেলফি স্ট্যান্ড তৈরি করেছে। এই স্ট্যান্ড স্মার্টফোনের সঙ্গে লাগিয়ে মনের আনন্দে সেলফি তোলা যাবে।

সম্প্রতি টাইওয়ানে অনুষ্ঠিত হলো কম্পিউটেক্স ট্রেড শো। এই শোতে আসুস তাদের উদ্ভাবিত সেলফি স্ট্যান্ড প্রোটোটাইপ প্রদর্শন করে।

সেলফি স্ট্যান্ড স্মার্টফোনের জন্য একটি অপশনাল ফোন অ্যাটার্চমেন্ট। এটি একটি স্ট্যান্ড। ফোনের কোসিংয়ের পেছনে এটা লাগানোই থাকে। স্ট্যান্ডটিতে হেলান দিয়ে টেবিলে স্মার্টফোন রেখে সেলফি তোলা যায়।

তবে এই স্ট্যান্ডের মাধ্যমে সেলফি তোলার জন্য স্মার্টফোনের সেলফ টাইমার অন করে রাখতে হবে। এরপর ফোনের সামনে দাঁড়িয়ে ফ্রেম ঠিক করতে হবে। এরপর সময়মতো সেলফি উঠবে ফোনে।

আসুসের এই সেলফি স্ট্যান্ডটি ফোনের সঙ্গেই লাগানো থাকে। ফলে খুঁলে ফেলার কিংবা বয়ে বেড়ানোর কোন ঝামেলা নেই।

অ্যাসুসের এই স্ট্যান্ডটি জেনফোন সেলফি ফোনে পাওয়া যাবে।



মন্তব্য চালু নেই