নিজামীর প্লট বাতিলের সুপারিশ করবে সংসদীয় কমিটি

জামায়াতে ইসলামীর আমির মৃত্যুদণ্ডপ্রাপ্ত মতিউর রহমান নিজামীর রাজধানীর বনানীতে অবস্থিত সরকারি প্লট বাতিলের সুপারিশ করবে সংসদীয় কমিটি। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দবিরুল ইসলাম বৃহস্পতিবার একথা জানান।

জানা যায়, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে মন্ত্রী থাকা অবস্থায় ২০০৬ সালে রাজউকের এই প্লটটি বরাদ্দ পেয়েছিলেন তিনি।

দবিরুল বলেন, ‘কমিটিতে আলোচনার পরিপ্রেক্ষিতে যুদ্ধাপরাধী নিজামীর প্লট বাতিলের সুপারিশ করা হবে।’

গত ১২ এপ্রিল সর্বশেষ বৈঠক করে গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

নিয়ম অনুযায়ী প্রতিমাসে একটি করে বৈঠক করা কথা। সে হিসেবে চলতি বৈঠক করার থাকলেও এখনো বৈঠকের দিন নির্ধারণ করা হয়নি বলে সংসদ সচিবালয় থেকে জানানো হয়।

বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক জামায়াতের আমির নিজামী খালেদা জিয়ার ২০০১ সালের সরকারে প্রথমে কৃষি ও পরে শিল্পমন্ত্রী ছিলেন।

বনানীর ১৮ নম্বর রাস্তার এই ৬০ নম্বর প্লটটি ১৯৯৫ সালে আজিজুর রহিমের নামে বরাদ্দ দেয়া হয়েছিল, যা বাতিল করে দেয়া হয় নিজামীকে। বনানী ঝিলপাড়ে জে ব্লকের ১৮ নম্বরের ওই বাড়িটির নাম ‘মিশন নাহার’। স্ত্রী শামসুন নাহার নিজামীর নামে ভবনের নামকরণ করা হয়েছে-নাহার।



মন্তব্য চালু নেই