নিজামীর ফাঁসি : কারা ফটকে নিরাপত্তা জোরদার

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি রায় কার্যকর করাকে কেন্দ্র করে ঢাকা কেন্দ্রীয় কারাগারের মূল ফটকের বাইরে ও আশপাশ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়ন করা হয়েছে অতিরিক্ত র‌্যাব ও পুলিশ।

মঙ্গলবার সকাল থেকেই কারারক্ষীরা কারাগারের মূল ফটকের বাইরে স্বশস্ত্র অবস্থান নিয়েছেন। আশপাশের এলাকায় পুলিশ-র‌্যাব টহল দিচ্ছে। এছাড়া দোকানপাটও বন্ধ আছে।

এদিকে কেন্দ্রীয় কারাগারের মূল ফটকের বাইরে গণমাধ্যম কর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। ব্যারিকেডের ভেতরে কারা কর্তৃপক্ষ ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

ইতোমধ্যে নিজামীর রিভিউয়ের রায়ের কপি কারাগারে এসে পৌঁছেছে। এবং তা তাকে পড়ে শোনানো হয়েছে। এখন নিজামী যদি রাষ্ট্রপতির কাছে দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা না করে তাহলে ফাঁসি কার্যকরে আর কোন বাধা থাকবে না।

এর আগে মানবতাবিরোধী অপরাধে নিজামীর রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখে আপিল বিভাগ। গত বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন।



মন্তব্য চালু নেই