নিজামী ইস্যুতে রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে তুরস্ক

নিজামীর ফাঁসি কার্যকরের প্রতিবাদ জানানোর পর ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে তুরস্ক সরকার। বৃহস্পতিবার রাষ্ট্রীয় বার্তাসংস্থা আনাতোয়া এ খবর জানিয়েছে।

ঢাকায় তুর্কি রাষ্ট্রদূত দেভ্রিম অজতুর্ক আজই দেশে ফিরবেন বলে জানিয়েছে আনাতোলিয়া।

গত মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করা হয়। একাত্তরে মানবতা বিরোধী অপরাধের দায়ে তাকে এ দণ্ড দেয়া হয়।

পাকিস্তান সরকার এই ফাঁসির তীব্র প্রতিবাদ জানিয়েছে। এমনকি তারা পার্লামেন্টে নিন্দাপ্রস্তাব পর্যন্ত এনেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি এর নিন্দা জানানো হয়। ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনারকে তলব করারও দাবি জানানো হয়।

তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ও নিজামীর ফাঁসির তীব্র নিন্দা জানিয়ে বলেছে, নিজামীকে এ ধরনের শাস্তি দেয়া অন্যায়।

সূত্র : এএফপি



মন্তব্য চালু নেই