নিজেই নিজের ফ্যাশন ডিজাইনার মোদি

নরেন্দ্র মোদি, ভারতের ফ্যাশন-দুরস্ত প্রধানমন্ত্রী। যাকে দেখে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছিলেন, ‘ফ্যাশনে মিশেল ওবামাকেও পিছনে ফেলে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।’

শুক্রবার শিক্ষক দিবসের আগের দিন সেই মোদি এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের বললেন, ‘আমার কোনো ফ্যাশন ডিজাইনার নেই।’

নয়াদিল্লির মানেকশ অডিটোরিয়ামে শুক্রবার সকালে শিক্ষার্থীদের মুখোমুখি হয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। এক শিক্ষার্থী মোদিকে প্রশ্ন করেন, ‘ভারতীয় পোশাককে নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দিয়েছেন আপনি। যে ধরনের কুর্তা আপনি পরেন, তার ডিজাইন দেশ-দুনিয়ায় খ্যাত হয়েছে। কিন্তু আপনার ফ্যাশন ডিজাইনার কে?’

স্মিত হেসে মোদি বলেন, ‘আমার কোনো ফ্যাশন ডিজাইনার নেই। তবে হ্যাঁ, কিছু লোক দাবি করেন ঠিকই। আমি গায়ে মাখি না।’বিখ্যাত হয়ে ওঠা সেই কুর্তার জন্ম-কাহিনীও শিক্ষার্থীদের জানিয়েছেন মোদি।

তিনি বলেন, ‘ আমি একটি দরিদ্র পরিবার থেকে উঠে এসেছি…গুজরাটের আবহাওয়াও অতোটা ঠান্ডা নয়। তাই আমি কুর্তা-পায়জামা পরতাম। আমার কাপড় আমাকেই পরিস্কার করতে হতো। আর ফুল হাতা কুর্তা পরিস্কার করতে সময় লাগত বেশি। তাই গুলোর হাতা কেটে ফেললাম। আর সেটা হয়ে গেল হাফ হাতা কুর্তা। এটা আমার কাজকে আরও সহজ করে দিয়েছে। সেই থেকে হাফ হাতা কুর্তা পরছি।’মোদি স্বীকার করেন তিনি সবসময়ই কেতাদুরস্ত থাকতে পছন্দ করেন।

তিনি বলেন, ‘একটা সময় কাপড় ইস্ত্রি করার মতো টাকা আমার ছিল না। তাই পাত্রের মধ্যে গরম কয়লা রেখে তাই দিয়ে কাপড় ইস্ত্রি করতাম।’

শুধু তাই নয় স্কুল শেষে শ্রেনিকক্ষে পড়ে থাকা চকগুলি সংগ্রহ করে তা-ই দিয়ে নিজের সাদা ক্যানভাস জুতা রাঙিয়ে নিতেন তিনি।

তরুণদের কেতাদুরস্ত থাকার পরামর্শ দিয়ে মোদি বলেন, আমরা কোনো ফ্যাশন ডিজাইনার নেই। তবে হ্যা, অনুষ্ঠান ভেদে আমাদের কেতাদুরস্ত পোশাক পরিধান করা উচিৎ।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস



মন্তব্য চালু নেই