নিজের ছেলেরাই ভোট দিচ্ছেন না ট্রাম্পকে!

নিউ ইয়র্কের প্রাইমারি নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের দুই ছেলেই তাকে ভোট দিচ্ছেন না। তিনি নিজেই এ কথা স্বীকার করেছেন। তার দু’সন্তান ইভানকা (৩৪) ও এরিক (৩২) সময়মতো ভোটার তালিকায় নাম তোলেন নি। এ কারণে তারা ভোট দিতে পারছেন না।

উল্লেখ্য, প্রায় ১০ মাস আগে তাদের পিতা ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে প্রার্থিতা প্রকাশ করেন। ফলে ভোটার হওয়ার জন্য তারা মোটামুটি এক বছরের কাছাকাছি সময় পেয়েছিলেন। কিন্তু তা তারা কাজে লাগান নি। তিনি বলেন, আমার ওই দুই সন্তান নিয়ম সম্পর্কে সচেতন ছিল না। তারা সময়মতো ভোটার তালিকায় নাম নিবন্ধিত করে নি। এ জন্য তারা এখন খুব বেশি লজ্জিত। তিনি বলেন, আমি মনে করি তাদের হাতে এক বছরের মতো সময় ছিল। এ সময়ে তারা নাম নিবন্ধিত করাতে পারতো। তাই আমি মনে করি এরিক ও ইভানকা ভোট দিতে পারবে না। নিজের ছেলেরাই আমাকে ভোট দিয়ে পারছে না এর চেয়ে দুঃখ আর কি হতে পারে?



মন্তব্য চালু নেই