নিজের জীবন দিয়ে কিশোরীকে বাঁচালেন ফুটবল কোচ

চোখের সামনেই ভেঙে পড়ছিল বিশাল বহুতলটি। নীচে দাঁড়িয়েছিল ১২ বছরের ছোট্ট প্রভা। ওই দৃশ্য দেখে আর নিজেকে সামলে রাখতে পারেননি স্থানীয় ফুটবল কোচ বাবলু মার্টিন। ছুটে যান প্রভাকে বাঁচাতে। প্রভা বাঁচলেও, নিজেকে আর বাঁচাতে পারেননি বাবলু। ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ভোপালে।

প্রত্যক্ষদর্শীদের মতে, স্থানীয় নৈশপ্রহরীর মেয়ে প্রভা ওই বহুতলের নিচে খেলা করছিল। সেসময় আচমকাই এই দুর্ঘটনাটি ঘটে। সাতপাঁচ কিছু না ভেবেই ছোট্ট মেয়েটিকে উদ্ধার করতে যান বাবলু। মেয়েটিকে কোনওক্রমে বাঁচালেও, বাবলু নিজের প্রাণ বিসর্জন দেন।

এরপরই স্থানীয় লোকজন বাবলুকে বাঁচাতে ছুটে আসে। তারা ধ্বংসস্তুপের ভিতর থেকে বাবলুর দেহ বের করে নিয়ে আসে। জানা গেছে, বিগত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টির কারণেই এমন ঘটনা ঘটেছে। ইতিপূর্বেই বাড়িটির অবস্থা যথেষ্ট খারাপ ছিল।

এমনকী, স্থানীয় পৌরসভার পক্ষ থেকে বাড়িটি খালি করতেও বলা হয়েছিল। কিন্তু, ওই বাড়িতে বসবাসকারী বাসিন্দারাই বাড়িটি খালি করতে রাজি হননি। এই ঘটনায় আরও একজন প্রাণ হারিয়েছেন এবং চারজন আহত হয়েছেন।



মন্তব্য চালু নেই