‘নিজের যত্ন নেন না মেসি’

জাতীয় দলের হয়েই হোক বা ক্লাব ফুটবলে, লিওনেল মেসি খেলতে চান প্রতিটি ম্যাচেই। পুরো ৯০ মিনিট। মাঝেমধ্যে কোচের নির্দেশে বদলি হিসেবে মাঠ ছাড়তে হলে অসন্তুষ্টই হন এ সময়ের অন্যতম সেরা ফুটবলার। কিন্তু এভাবে একটানা খেলে যাওয়ার পরিণাম যে ভালো হচ্ছে না, সেটা সম্প্রতি স্মরণ করিয়ে দিয়েছেন আর্জেন্টিনার টিম সেক্রেটারি হোর্হে মিয়াদোস্কুই। বিরতিহীনভাবে খেলে যাওয়ার কারণেই মেসি বারবার ইনজুরির কবলে পড়ছেন বলে মন্তব্য করেছেন তিনি।

গত ২১ সেপ্টেম্বর আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে লা লিগার ম্যাচে ইনজুরির কবলে পড়েছিলেন মেসি। এ জন্য খেলতে পারছেন না পেরু ও প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ। মেসির এই ইনজুরির খবরে ভালোই চটেছিলেন আর্জেন্টিনার কোচ এদগার্দো বাউজা। বার্সেলোনা মেসির যত্ন নিচ্ছে না বলে অভিযোগ করেছিলেন তিনি।
তবে আর্জেন্টিনার টিম সেক্রেটারি মিয়াদোস্কুই মনে করছেন, মেসি নিজেই নিজের যত্ন নিচ্ছেন না। ইএসপিএন রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘মেসি নিজেই সতর্ক হচ্ছেন না। তিনি সব সময়ই খেলতে চান। আমাদের সবারই তাঁর প্রতি যত্নশীল হওয়া উচিত।’

আগামী ৬ ও ১১ অক্টোবর আর্জেন্টিনাকে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ খেলতে হবে পেরু ও প্যারাগুয়ের বিপক্ষে। ইনজুরির কারণে এ দুই ম্যাচেই দর্শক হয়ে থাকতে হবে মেসিকে। তবে আগামী মাসে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ দুই ম্যাচের আগেই তিনি আবার মাঠে ফিরতে পারবেন বলে আশাবাদী মিয়াদোস্কুই, ‘আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তিনি ফিরে আসবেন। আশা করছি, নভেম্বরের ম্যাচগুলোতে আমরা তাঁকে মাঠে পাব।’



মন্তব্য চালু নেই