‘নিজ ঘর নিরাপদ রেখে যাবেন’

নিজ ঘর নিরাপদ রেখে ইদের ছুটিতে ঢাকার বাইরে যাওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

সোমবার আজিমপুর স্কুল অ্যান্ড কলেজে দুঃস্থদের মাঝে পোশাক বিতরণ শেষে সাংবাদিকদের কথা বলার সময় এ পরামর্শ দেন ডিএমপি কমিশনার।

তবে আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন, বাসা-বাড়িতে যাতে চুরি-ডাকাতি না হয় সেজন্য পুলিশসহ সরকারের সবগুলো সংস্থা নজরদারি করবে।

কমিশনার বলেন, ‘এবার ঈদে লম্বা ছুটি। এ সময় রাজধানীর বেশিরভাগ বাসা-বাড়ি খালি থাকবে। এ সুযোগে অপরাধীরা বিভিন্ন বাসা-বাড়িকে টার্গেট করতে পারে। তারা বাসার মালামাল চুরি করতে পারে। অনেক সময় তাদের হাতে মানুষও খুন হয়। এ কারণে গ্রামের বাড়িতে যাওয়ার আগে বাসার দরজা-জানালা ঠিকমতো লাগিয়ে যেতে হবে। একই সঙ্গে প্রতিটি বাসার নিরাপত্তা প্রহরীদের কঠোর নজরদারিতে রাখতে প্রতিটি বাড়িওয়ালাকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে পুলিশ, র‌্যাব ও সরকারের বিভিন্ন গোয়েন্দা কাজ করবে। প্রতিটি ওসিকে রাতের বেলায় বিশেষ টহলের নির্দেশ দেওয়া হয়েছে।’



মন্তব্য চালু নেই