নিজ দেশের বন্দিদের ফিরিয়ে আনতে ঐক্যমত

বাংলাদেশ-ভারতের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের ১৭তম দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের বন্দি নাগরিকদের নিজ নিজ দেশে ফিরিয়ে আনতে দুই দেশ ঐক্যমত পোষণ করেছেন। সীমান্তে হত্যাসহ সর্বমোট ১৯টি বিষয় বৈঠকে স্থান পায়।

মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর সোনারগাঁও হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ-ভারতের মধ্যে স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নের পর দু’দেশের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের প্রথম বৈঠক এটি।

বৈঠকে বাংলাদেশের পক্ষে ১৮ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্র সচিব ড. মোজাম্মেল হক খান। অন্যদিকে ভারতের পক্ষে ১৫ সদস্যের সফরকারী দলের নেতৃত্ব দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজিব মহর্ষি।

বৈঠক শেষে বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব ড. মোজাম্মেল হক খান জানান, বৈঠকে সীমান্তে হত্যাসহ ১৯টি বিষয়ে আলোচনা হয়েছে। দুই দেশের সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদ দমন, মানব ও মাদক পাচারসহ স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নে যে সব সমস্যা তৈরি হচ্ছে সেগুলোর সমাধানে উদ্যোগ নেওয়ার বিষয়গুলো বৈঠকে গুরুত্ব পায়। এছাড়া নিজ দেশের বন্দিদের ফেরত আনার ব্যাপারে দুদেশ ঐক্যমতে পৌঁছেছে।

ভারতের ভিসা পাওয়া কঠিন বলে যে অভিযোগ পাওয়া যায় তা সহজিকরণের বিষয়টিও বৈঠকে আলোচনায় স্থান পায় বলে স্বরাষ্ট্র সচিব জানান।



মন্তব্য চালু নেই