নিজ ভুবনে ফিরছেন ডিপজল

দীর্ঘদিন পরে নিজ ভুবনে ফিরছেন জনপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। ঢাকাই চলচ্চিত্রে তিনি উপহার দিয়েছেন অনেক ব্যবসা সফল সিনেমা। বিভিন্ন কারণে দুই বছর চলচ্চিত্র অঙ্গন থেকে দূরে থাকার পরে আগামী কাল ৮ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে ডিপজল অভিনীত অনেক দামে কেনা সিনেমাটি।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত এ সিনেমাটি সারা দেশে মোট ৮৭ টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

নির্মাতা জাকির হোসেন রাজু বলেন, ‘এখন পর্যন্ত মোট ৮৭টি হল বুকিং করা হয়েছে। তবে অনেক হল মালিক সিনেমাটি নিতে চাচ্ছে। আমরা একটু বেছে বেছে ভালো হল দেখে বুকিং দিয়েছি।’

এদিকে সিনেমা নিয়ে ডিপজল বলেন, ‘অনেক দিন পরে দর্শকদের সামনে হাজির হচ্ছি। আমার বিশ্বাস দর্শকের ভালোবাসা আমার প্রতি একটুও কমেনি। জাকির হোসেন রাজু একজন ভালো পরিচালক, সে ভালো সিনেমা তৈরি করেন। এ সিনেমাটির গল্পও ভালো। আর আমি কাজ করার সময় লক্ষ্য রাখি দর্শক যেন প্রতারিত না হয়। দর্শক এ সিনেমাটির মধ্য দিয়ে আবারও হলে ফিরবেন।’

সিনেমার গল্পে দেখা যাবে- নিঃসঙ্গ জীবনযাপন করছেন অভিনেতা ডিপজল। তার কোনো সঙ্গী নেই। একাকিত্বের জ্বালায় রাতে মদ খেয়ে শহরে ঘুরে বেড়ায় আর দুস্থ মানুষকে সেবা করেন। বাপ্পী তাকে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করে। একসময় বাপ্পীকে নিজের অতীত জীবনের দুঃখের কথা জানায় ডিপজল। তখন ওঠে আসে মাহির সঙ্গে ডিপজলের ভালোবাসার সর্ম্পকের কথা। এ দিকে বাপ্পীও মাহিকে পছন্দ করে। এ নিয়ে সৃষ্টি হয় নানা ঝামেলা। এভাবেই এগিয়ে যায় সিনেমার গল্প।

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এ সিনেমায় ডিপজল ছাড়াও অভিনয় করছেন বাপ্পি, মাহি, তানহা মৌমাছি, জিয়া ভিমরুলসহ আরো অনেকে। গত বছরের ২২ জুন সিনেমাটির শুটিং শুরু হয়।

সতী কমলা সিনেমায় প্রথম নায়কের ভূমিকায় অভিনয় করেন ডিপজল। টাকার পাহাড়, হাবিলদার, ডাকাত সহ বেশ কিছু সিনেমায় নায়কের ভূমিকায় দেখা যায় তাকে। কাজী হায়াৎ পরিচালিত তেজী সিনেমায় প্রথম খল চরিত্রে অভিনয় করেন এ অভিনেতা। এরপর অসংখ্য ব্যবসাসফল সিনেমায় খল চরিত্রে অভিনয় করেন তিনি।



মন্তব্য চালু নেই