নিবন্ধিত সিমকার্ড পুন:নিবন্ধন করতে হবে না

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান সুনীল কান্তি বোস বলেছেন, যে সব গ্রাহকের মোবাইল সিমকার্ড সঠিকভাবে নিবন্ধন করা আছে সেসব সিমকার্ড পুনঃনিবন্ধন করতে হবে না।

সোমবার বিকেলে বিটিআরসি’র কার্যালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

বিটিআরসি’র চেয়ারম্যান সুনীল কান্তি বোস জানান, ডাক ও টেলিযোগাযোগ বিভাগে অনুষ্ঠিত একটি বৈঠকে অনিবন্ধিত সিম নিবন্ধন করার কথা বলা হয়েছে। গত তিন মাস ধরে সিম পুনঃনিবন্ধন প্রক্রিয়া চলমান রয়েছে।

রিটেইলার ও ডিস্ট্রিবিউটররা রেজিস্টেশন ছাড়াই গ্রাহকের কাছে সিম বিক্রি করে। এসব সিম পুনরায় নিবন্ধন করতে গ্রাহকদের বলা হয়েছে।

তিনি বলেন, নিবন্ধনহীন সিম ব্যবহার করায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অপরাধীদের সনাক্ত করতে পারছে না। প্রায় ১৩ কোটি সিমের মধ্যে যে সবই ভুয়া তা আমি মনে করি না। এছাড়া যাদের সিমকার্ড সঠিকভাবে নিবন্ধিত রয়েছে তাদের পুনরায় নিবন্ধনের প্রয়োজন নেই।



মন্তব্য চালু নেই