‘নিরপেক্ষ সরকারের অধীনেই দ্রুত নির্বাচন’

নিরপেক্ষ সরকারের অধীনে দেশে দ্রুতই একটি নির্বাচন হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান।

তিনি বলেন, ‘প্রশ্নবিদ্ধ নির্বাচনে গঠিত পার্লামেন্টও প্রশ্নবিদ্ধ। এই সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না। সেজন্য আবারো জাতীয় সংসদ নির্বাচন হতেই হবে। আর সেই নির্বাচন অবশ্যই হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে।’

বিএনপির ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘জাতীয়তাবাদী নাগরিক দল’ নামের একটি সংগঠন আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

দেশের মানুষ ‘দুর্বিষহ অবস্থায়’ জীবনযাপন করছে মন্তব্য করে মাহবুবুর রহমান বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারি একটি অবৈধ নির্বাচনের মধ্য দিয়ে এই পরিবেশের সৃষ্টি হয়েছে। এই অবস্থা থেকে জনগণ মুক্তি চায়।’

বিএনপি প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে দলের হাল ধরতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা।

আয়োজক সংগঠনের সভাপতি শাহজাদা সৈয়দ মো. ওমর ফারুক পীর সাহেবের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু।



মন্তব্য চালু নেই