নিরাপদে ধর্মশালায় বাংলাদেশ

ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালা শহরে নিরাপদে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে সোমবার সকালে ঢাকা ছাড়া মাশরাফি-বাহিনী।

ঢাকা থেকে সকাল ১০টা ৫ মিনিটে রওনা দিয়ে স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে দিল্লি পৌঁছে বাংলাদেশ দল। সেখান থেকে মাশরাফিদের নিয়ে স্পাইস জেটের ভাড়া করা বিমান ধর্মশালার উদ্দেশে ওড়ে বিকাল ৩টায়। সাড়ে ৪টায় ধর্মশালা বিমানবন্দরে পৌঁছায় দল।

গতকাল ফাইনাল শেষ হয় রাত সোয়া বারটার দিকে। ম্যাচ পরবর্তী কার্যক্রম শেষ করে হোটেলে ফিরতে বেজে যায় দেড়টার উপরে। ফাইনাল না জেতার হতাশা এবং ক্লান্তি ভুলে সকাল আটটার দিকে টাইগাররা হাজির হয় বিমানবন্দরে। সেখান থেকে কিছু আনুষ্ঠানিকতা সেরে সোজা বিমানে।

প্রথমে দিল্লি। তারপর ভাড়া করা বিমানে ধর্মশালায় যান মাশরাফিরা। আজ বিশ্রাম। কাল অনুশীলন। পরদিনই ম্যাচ। প্রতিপক্ষ নেদারল্যান্ডস।

বাছাই পর্বের গন্ডি পেরিয়ে মূল পর্বে খেলতে হলে বাছাই পর্বের চ্যাম্পিয়ন হতে হবে বাংলাদেশকে। বাছাই পর্বে বাংলাদেশের বাকি দুটি ম্যাচ আয়ারল্যান্ড ও ওমানের বিপক্ষে যথাক্রমে ১১ ও ১৩ মার্চ।



মন্তব্য চালু নেই