নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু করেছে ইসি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ইউপি সদস্য ও মহিলা সদস্য নির্বাচনের জন্য ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার সকালে জেলা নির্বাচন কর্মকর্তারা এসব উপকরণ পাঁচটি প্রেস ও গোডাউন থেকে সংগ্রহ করে। বিজি প্রেস, গভার্নমেন্ট প্রিন্টিং প্রেস, সিকিউরিটি প্রিন্টিং প্রেস, আর্মি প্রিন্টিং প্রেস ও বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি থেকে ব্যালট পেপার দেয়া হচ্ছে।

ব্যালট ছাড়াও ব্যাগ, সিল ও দড়িসহ সব ধরণের নির্বাচনী সামগ্রী বিতরণ করা হচ্ছে। নির্বাচনের আগের দিন কেন্দ্রে কেন্দ্রে এগুলো পৌঁছে দেয়া হবে। প্রথম ধাপে প্রায় ৪ কোটি ব্যালট পেপার ছাপানো হয়েছে।

আগামী ২২ মার্চ দেশের ৭২১টি ইউনিয়ন পরিষদে প্রথম দফা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৩১ মার্চ হবে দ্বিতীয় দফা এবং ২৩ এপ্রিল তৃতীয় দফা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।



মন্তব্য চালু নেই