নির্বাচন নিয়ে আন্তর্জাতিক চাপ নেই : নাসিম

১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘নির্বাচন নিয়ে কোনো আন্তর্জাতিক চাপ নেই। বিএনপি কেনো এই মুহুর্তে নির্বাচন চাচ্ছে সেটা খালেদা জিয়াকে জিজ্ঞেস করুন।’

রাজধানীর ধানমন্ডি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ সব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘ছিটমহল বিনিময় হওয়ায় ভারতের সকল দলকে অভিনন্দন জানানো হয়েছে। এর মাধ্যমে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উষ্ণতা পেয়েছে। বন্ধুপূর্ণ সম্পর্ক বজায় রেখে তিস্তার পানি সমস্যাসহ সকল সমস্যার সমাধান হবে।’

তিনি বলেন, ‘১৪ দল বন্যায় উদ্বেগ প্রকাশ করেছে। তবে সরকারের ত্রাণ ও উদ্ধার তৎপরতায় ১৪ দল নেতারা সন্তোষ প্রকাশ করেছেন। আমরা ১৪ দলের পক্ষ থেকে দূর্গতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সারা দেশের মহাসড়কে থ্রি হুইলার যান বন্ধের বিষয়ে আলোচনা হয়েছে। আমরা মনে করি সরকার তাদের সমস্যা কথা ভেবে দক্ষতার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করবে।’

জাতীয় শোক দিবস উদযাপনে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেন কেন্দ্রীয় ১৪ দলের এই মুখপাত্র।

কর্মসূচির মধ্যে রয়েছে- ১২ আগস্ট ভোর সাড়ে ৬টায় ধানমন্ডি ৩২ নম্বর রোডের বঙ্গবন্ধু ভবনের সামনে থেকে কেন্দ্রীয় ১৪ দলের প্রতিনিধি দল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন নেতারা। ১৩ আগস্ট বিকেল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে কেন্দ্রীয় ১৪ দলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ১৫ আগস্ট সকালে ধানমন্ডি ৩২ নম্বর রোডের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন ১৪ দল নেতারা। এ ছাড়া প্রতিটি জেলা-উপজেলা পর্যায়ে ১৪ দলকে জাতীয় শোক দিবস উদযাপনের আহ্বান জানানো হয়েছে।

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)’র সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জাহাঙ্গীর কবীর নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ-দফতর সম্পাদক এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, তথ্য ও গবেষণা সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন, কেন্দ্রীয় সদস্য সুজিত রায় নন্দী, এস এম কামাল হোসেন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক, কামরূল আহসান, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান, তরিকত ফেডারেশনের মহাসচিব এম এ আউয়াল প্রমুখ।



মন্তব্য চালু নেই