‘নিষিদ্ধ প্রেমের গল্প’ আটকে রেখেছেন শিমলা?

২০১৪ সালের আগস্ট মাসে শুরু হয়েছিল রুবেল আনুশ পরিচালিত ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ চলচ্চিত্র। ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন ‘ম্যাডাম ফুলি’ খ্যাত শিমলা ও ‘ঘেটুপুত্র কমলা’ খ্যাত মামুন। এরই মধ্যে ছবির ৭০ শতাংশ কাজ শেষ হলেও নায়িকা শিমলার অসহযোগিতায় বন্ধ হয়ে আছে ছবির কাজ—এমনই অভিযোগ করেছেন ছবির পরিচালক।

রুবেল আনুশ একটি অনলাইন গণমাধ্যমকে বলেন, ‘অনেক যত্ন নিয়ে আমি ছবিটা নির্মাণ করছিলাম। কিন্তু নায়িকা শিমলার অসহযোগিতায় ছবির কাজটি বন্ধ হতে চলেছে। ২০১৪ সালের শেষ দিকে ছবির কাজ শুরু করি। কিন্তু আজো শেষ করতে পারিনি। বারবার তিনি ডেট দিয়েও আমাদের কাজ করে দিচ্ছেন না। এখন শুনছি তিনি নাকি কানাডায় সেটেল হচ্ছেন। শুনে ভয় আরো বেড়ে গেল, কারণ উনার সঙ্গে আমরা যোগাযোগও করতে পারছি না। তার বোনের সঙ্গে আমাদের কথা বলতে হয়, কিন্তু তিনি একদিন ফোন দিলে তিন দিন পরে ফোন ধরেন। শিমলার কোনো নম্বর দিতে চান না। প্রযোজক আমার ওপর রাগ করে বসে আছেন, কারণ অনেক টাকা এই ছবিতে আটকে আছে।’

কেন এমন করছেন শিমলা? এ প্রশ্নের উত্তরে পরিচালক বলেন, ‘আমি বুঝতে পারছি না। কারণ, তিনি এরই মধ্যে ৮০ ভাগ টাকা নিয়ে গেছেন। বাকি টাকা ডাবিংয়ের পর দেওয়ার কথা ছিল। কিন্তু আমি উনাকে বলেছি, আপা আর মাত্র চার দিন শুটিং করলেই আপনার কাজটা শেষ হয়ে যায়। আপনি টাকা আগেই নিয়ে নিন। আর আমাকে চার দিনের শিডিউল দিন। তিনি তা-ও করছেন না। আমার আশপাশের মানুষ বলছে, শিমলার হাতে কোনো কাজ নেই, তাই এই কাজ ঝুলিয়ে রেখে আলোচনায় থাকতে চাইছেন।’

এ বিষয়ে তাদের কী চিন্তাভাবনা—জানতে চাইলে পরিচালক বলেন, ‘আমরা তাঁর পরিবারের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও কোনো ফল পাইনি। এখন ভাবছি, বাংলাদেশ শিল্পী সমিতিতে এ বিষয়ে আমরা অভিযোগ করব এবং সমিতির নিয়ম অনুযায়ী আইনের শরণাপন্ন হব। এত কঠিন একটা সিদ্ধান্ত আমাদের নিতেই হচ্ছে।’

এখন ছবি কীভাবে শেষ করবেন—জানতে চাইলে পরিচালক বলেন, ‘আমি নিজেই গল্প লিখেছি, তাই এটা আমার জন্য কোনো সমস্যা নয়। গল্পটা একটু ঘুরিয়ে দিয়ে চার-পাঁচ দিন শুটিং করলেই ছবির কাজটি শেষ করতে পারব। দেখি, আগামী সপ্তাহের মধ্যে শিল্পী সমিতির সঙ্গে কথা বলেই গল্প আবার রি-রাইট করব।’

‘নিষিদ্ধ প্রেমের গল্প’ চলচ্চিত্রে দেখা যাবে, ৩০ বছর বয়সের শিমলার সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন ১৮ বছরের তরুণ মামুন। আর এই বিষয়টি নিয়েই নির্মিত হয়েছে ছবিটি। ছবির কাহিনী লিখেছেন আনুশ। আশা তিশা প্রযোজিত এই চলচ্চিত্রে আরো অভিনয় করেছেন আবুল হায়াত, পুলক, বাপ্পী, লাবণী, সাদিয়া, আলিফ, মুসা, টুটুল চৌধুরী, আফরিন প্রমুখ। সূত্র: এনটিভি অনলাইন



মন্তব্য চালু নেই