নিষেধাজ্ঞার আশঙ্কা সত্বেও ক্ষেপনাস্ত্র পরীক্ষা চালাবে ইরান

জুলাইয়ে বৈরি যুক্তরাষ্ট্রের সঙ্গে এক ঐতিহাসিক চুক্তির মাধ্যমে পারমানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ পায় ইরান। কিন্তু বুধবার এক মিসাইল পরীক্ষার প্রেক্ষিতে নতুন করে নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে দেশটি। তবুও এই কর্মসূচী চালিয়ে যাওয়ার ঘোষনা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানী।

যু্ক্তরাষ্ট্রের নির্ভরযোগ্য সূত্রের বরাতে সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে ১০ অক্টোবর পরীক্ষা চালানো ওই মধ্য পাল্লার মিসাইলটি পারমানবিক বোমা বহনে সক্ষম। আর এর প্রেক্ষিতেই আবারও নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে দেশটি।

এসব কোন কিছুই তোয়াক্কা না করে দেশটির প্রতিরক্ষামন্ত্রীকে লেখা একটি চিঠিতে প্রেসডিন্টে হাসান রুহানী জানিয়েছেন ‘মার্কিন সরকার স্পষ্টতই তাদের অনৈতিক পররাষ্ট্র নীতি আমাদের উপর চাপিয়ে দিতে চাইছে। এজন্যই আমাদের নিজস্ব পারমানবিক শক্তি প্রদর্শন করা প্রয়োজন।’

সূত্র: রয়টার্স



মন্তব্য চালু নেই