নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানাতে পারে মালয়েশিয়া

বাংলাদেশি কর্মী প্রেরণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে মালয়েশিয়া এ সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত জানাতে পারে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর প্রবাসীকল্যাণ ভবনে প্রবাসীদের অভাব-অভিযোগ জানাতে ‘প্রবাসবন্ধু’ কলসেন্টারের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।

নুরুল ইসলাম বিএসসি জানান, বিভিন্ন সমস্যা জানাতে বাংলাদেশ সময় সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্লাস ৮৮ ০৯৬৫৪ ৩৩৩ ৩৩৩ নম্বরে ফোন করতে পারবেন প্রবাসী ও তাঁদের পরিবারের সদস্যরা। ফোনে বাংলাদেশে থাকা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কথা বলতে পারবেন তাঁরা। এ ছাড়া ভাইবার ও ইমোতে প্লাস ৮৮ ০১৬৭৮ ৬৬ ৮৮ ১৩ নম্বরে ফোন করতে পারবেন প্রবাসীরা।

মন্ত্রী জানান, আপাতত সৌদি আরব, মালয়েশিয়া ও জর্দানে থাকা প্রবাসীরা এই সুবিধা পাবেন। তবে পর্যায়ক্রমে সব দেশেই এ সুবিধা চালু করা হবে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশ থেকে কর্মী নেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে মালয়েশিয়া। এটি শিগগিরই প্রত্যাহারের আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।



মন্তব্য চালু নেই