নিহত ৬ জাপানি মেট্রোরেল প্রকল্প কর্মকর্তা : সেতুমন্ত্রী

রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় নিহতদের মধ্যে ৬ জাপানি মেট্রোরেল প্রকল্পের সমীক্ষা কর্মকর্তা বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে রবিবার (৩ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ‘নিহত ছয় জাপানি নাগরিক বাংলাদেশ সরকারের বাস্তবায়নাধীন মেট্রোরেল প্রকল্প নম্বর ১ ও ৫- এ সমীক্ষক হিসেবে কাজ করতেন। শুক্রবার (২ জুন) মেট্রোরেলের যে প্রকল্প উদ্বোধন করা হয়েছে তা ৬ নম্বর প্রকল্প। তবে এ ঘটনায় মেট্রোরেল প্রকল্পে কোনো প্রভাব পড়বে না।’

তিনি বলেন, ‘গুলশানের এ হামলা বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের একটা অংশ। এটা জাপান সরকারও জানে। রবিবার জাইকার প্রতিনিধি দল ঢাকায় এসে পৌঁছেছেন। তাদের সঙ্গে আলোচনা করবে সরকার।’

প্রসঙ্গত, হলি আর্টিজান রেস্তোরাঁয় উপস্থিত লোকজনকে শুক্রবার রাত পৌনে ৯টায় জিম্মি করে সশস্ত্র সন্ত্রাসীরা। হামলায় শুরুতে ডিবি উত্তরের সহকারী কমিশনার (এসি) রবিউল করিম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন আহমেদ নিহত হন। রাতেই অস্ত্রধারীরা বিদেশি নাগরিকসহ ২০ জনকে গলা কেটে হত্যা করা হয় বলে জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। এর পর শনিবার সকালে যৌথ বাহিনীর অভিযানে নিহত হয় ৬ বন্দুকধারী। এ ঘটনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ২৮ জনে। বিদেশিদের মধ্যে ৯ জন ইতালীয়, ৭ জন জাপানি ও একজন ভারতীয় বলে জানা যায়।



মন্তব্য চালু নেই