নীলফামারীতে জাতীয় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপন

গতকাল শনিবার ১৪ জুলাই, ২০১৬ সারা দেশের ন্যায় নীলফামারীতেও জাতীয় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন পালন করা হয়। নীলফামারীতে সকাল ৯ টায় জাতীয় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেনের শুভ উদ্বোধন করেন নীলফামারী জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব মোঃ জাকীর হোসেন। জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এই উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ আব্দুর রশিদ, উপপরিচালক পরিবার পরিকল্পনা জনাব আফরোজা বেগম, নীলফামারী সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ সাবেত আলী, উপজেলা চেয়ারম্যান জনাব আবুজার রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: সিরাজুল ইসলাম প্রমুখ। নীলফামারী সদর উপজেলায় জাতীয় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তার কর্ম এলাকায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: সিরাজুল ইসলাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর নীলফামারী সদর এডিপি ও নবকলি প্রকল্পের কর্ম এলাকার মোট ১১ টি ইপিআই সেন্টারে ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইনকার্যক্রম সরজমিনে মনিটরিং করেন । এ সময়ে তাঁর সাথে উপস্থিত ছিলেন নবকলি প্রকল্পের অর্থনৈতিক উন্নয়ন কর্মকর্তা মো: রবিউল আলম বকুল।



মন্তব্য চালু নেই