নীলফামারীর ডিমলায় পুকুরের পানিতে ডুবে এক ব্যাক্তির মৃত্যু

হামিদা আক্তার বারী, ডিমলা (নীলফামারী) থেকে: রোববার দুপুরে নীলফমারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের দক্ষিন খড়িবাড়ী গ্রামের মৃত কছির উদ্দিনের পুত্র নজরুল ইসলাম (৪২) পুকুরের পানিতে ডুবে নিখোঁজ হয়ে যায়। জানা গেছে,ঘটনার দিন পাথর উত্তোলনের গভীর গর্তে দুপুরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় নজরুল। তার আত্বীয় স্বজনেরা জানান,বেশ কিছু দিন পূর্বে পাথর উত্তোলনের ফলে ঘটনাস্থলে একটি বড় গর্তের সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে গর্তটি পড়ে থাকায় গর্তটি বিশাল পুকুরে পরিণত হয়। সেখানে মাছ ধরতে গিয়ে নজরুল পুকুরের পানিতে ডুবে গভীর জ্বলে তলিযে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জনান । তবে নজরুল ইসলামের মৃগী রোগ থাকায় সে াার পানি থেকে উঠতে পারেনি বলেও এলাকাবাসীর দাবী। এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন ঘটনার সতত্য স্বীকার করে বলেন, আমি ঘটনার দিন সন্ধায় খবর পেয়ে ডিমলা ফায়ার সার্ভিস ইউনিটকে খবর দেই। ডিমলা ফায়ার সাভিস ইউনিটটি রাত ৮ টার দিকে ঘটনাস্থল এসে পৌছে। তবে তাদের সাথে ডুবুরী না থাকায় রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরী এসে রাত পৌনে ১২ টার দিকে পানিতে ডুবে নিখোজ নজরুলের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মৃত নজরুলের আত্বীয় স্বজনসহ কারো কোন অভিযোগ না থাকায় আজ সোমবার সকাল সাড়ে ১১টায় তার পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে বলেও ইউপি চেয়ারম্যান নিশ্চিত করেছেন।



মন্তব্য চালু নেই