নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির নির্বাচন : ভোট ৫ ফেব্রুয়ারী

হামিদা আক্তার, নীলফামারী : আগামী ৫ ফেব্রুয়ারী রোববার সকাল ১০টা থেকে দুপুর ২টা নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির এক বছর মেয়াদী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নীলফামারীর জেলা শিল্পকলা অডিটোরিয়াম প্রাঙ্গনে ২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সুত্রে জানা যায়, রিপোর্টার্স ইউনিটির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সাংবাদিক রাজা আহম্মেদ নিবার্চনের সার্বিক বিষয় পরিচালনা করবেন। তিনি নির্বাচনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ইউনিটির সাধারণ সম্পাদকসহ বেশ কয়েকটি পদে প্রতিদ্বন্দিতা না থাকায় ওই পদে থাকা সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। তিনি আরো বলেন, আগামী ৫ ফ্রেব্রুয়ারী তারিখে ইউনিটির সভাপতি ও কোষাধ্যক্ষ পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই দুই পদের মধ্যে সভাপতি পদে বর্তমান সভাপতি নুর আলম সিদ্দীকি দুলাল ও যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান শাহ স্কলারের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ভোটাররা জানিয়েছেন। অন্যদিকে ইউনিটির কোষাধ্যক্ষ পদে এম.এন.হামিদী ওরফে বাবু ও সাইফুল ইসলাম ওরফে মানিক প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলার ৬টি উপজেলার সাধারন সম্পাদক ও সভাপতিগণ ভোটারধীকার প্রয়োগ করতে পারবেন বলেও নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে। সূত্রটি জানিয়েছেন, ৬ উপজেলার ১২ জন ভোটার ও জেলা রিপোর্টার্স ইউনিটির ১৭ জন ভোটারসহ মোট ২৯ জন ভোটর তাদের ভোটাধীকার প্রয়োগ করবেন। প্রার্থীরা ভোট যুদ্ধে জয়লাভের প্রত্যাশায় প্রতিটি উপজেলায় ভোটারদের কাছ ভোট চাচ্ছেন নিজেদের পক্ষে। ভোটাররা বলছেন ভোটযুদ্ধ জমে উঠেছে। দেখা যাক কি হয় ভোটের দিনে।



মন্তব্য চালু নেই