করফাঁকি মামলা

নেইমারের বাড়িতে তল্লাসি

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের দিকেই সম্পূর্ণ মনযোগ। এ সময় কি অন্য কোন কিছু ভালো লাগে! লাগার কথাই নয়। তবুও কেন যেন বিতর্ক ‍পিছু ছাড়ছে না নেইমারকে। এবার নিজের দেশ ব্রাজিলেই কর ফাঁকি মামলার মুখোমুখি বার্সা তারকা।

কর ফাঁকি নিয়ে লিওনেল মেসির ওপর বেশ কয়েকবার আঙুল উঠেছে। এমনকী ঘটনা আদালত পর্যন্তও গড়ায়। এবার কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠল এলএম টেনের বার্সা সতীর্থ নেইমারের বিরুদ্ধে। শোনা যাচ্ছে, শনিবার ব্রাজিলে তার নিজের বাড়িতে তল্লাশি চালায় আয়কর দফতরের কর্মকর্তারা। ব্রাজিলীয় ক্লাব স্যান্তোস থেকে কী পরিমাণ অর্থের বিনিময়ে বার্সেলোনায় যোগ দেন তিনি, তা নাকি সামনে এসেছে।

স্থানীয় একটি ম্যাগাজিনের খবর, কাতালান ক্লাবের তরফে বলা হয়েছিল, ৫৭ মিলিয়ন ইউরো দিয়ে কেনা হয় ব্রাজিলীয় পোস্টার বয়কে। কিন্তু আসলে বার্সা নাকি নেইমারকে পেতে ৮৬.৩ মিলিয়ন ইউরো খরচ করেছিল। শনিবারই চ্যাম্পিয়ন্স লিগের হাড্ডাহাড্ডি ফাইনাল। তার আগে এধরণের খবরে নিজের ফোকাস নষ্ট করতে নারাজ ব্রাজিলীয় স্ট্রাইকার।



মন্তব্য চালু নেই