নেতৃত্বের চ্যালেঞ্জে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী

দলীয় প্রধানের পদ নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি এ্যাবট। সমালোচনার মুখে সোমবারই এ বিষয়ে এক ভোটের ঘোষণা দিয়েছেন তিনি। খবর বিবিসির।

লিবারেল পার্টির প্রধানের পদ নিয়ে এ্যাবটের বিরোধিতা করে আসছেন দলের আরেক জ্যেষ্ঠ নেতা টার্নবুল। তার দাবি, এ্যাবটের কার্যক্রমে অখুশি জনগণ। সুতরাং তাকে যদি এখনও দলীয় প্রধানের পদে রাখা হয় তাহলে আগামী সাধারণ নির্বাচনে দলের ভরাডুবি হবে।

একই দিন লিবারেল পার্টির উপ-প্রধানের পদেও নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমানে ওই পদে রয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ।

এর আগে এ্যাবট নির্বাচনের কথা উড়িয়ে দিলেও সোমবার তিনি নিজেই এ ঘোষণা দেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারে তিনি বলেন, ‘আমি প্রতিদ্বন্দ্বিতা করব এবং আশা করি জয়লাভ করব।’

এদিকে এক জ্যেষ্ঠ নেতার পক্ষ থেকে দলীয় প্রধানকে চ্যালেঞ্জ করার বিষয়টি মেনে নিতে পারেননি দলের অনেক রাজনীতিক। তাদের মতে, বিষয়টি আনুগত্যহীনতারই পরিচায়ক। একই সঙ্গে এর ফলে দলে অন্তর্কোন্দল ও অদক্ষতার বিষয়টি ফুটে উঠে।



মন্তব্য চালু নেই