নোয়াখালীতে জীবনমান উন্নয়ন ৬৩ জন পেলো প্রশিক্ষণ উপকরণ

নোয়াখালীতে দলিত, হরিজন, বেদে ও হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ২০১৫-১৬ অর্থবছরের সেলাই ও বিউটিফিকেশন প্রশিক্ষণ কার্যক্রমের প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার (০৩ অক্টোবর) দুপুরে জেলা সমাজসেবা কার্যালয়ে জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন জনগোষ্ঠীর ৬৩ জন প্রশিক্ষণার্থীর হাতে প্রশিক্ষণের উপকরণসমূহ তুলে দেন।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক শেখ মুহসিন আলী’র সভাপতিত্বে এসময় বিভিন্ন উপজেলা সমাজসেবা কর্যালয়ের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও উন্নয়ন কর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক শেখ মুহসিন আলী জানান, দলিত, হরিজন, বেদে জনগোষ্ঠীর ৫০ জন ও হিজড়া জনগোষ্ঠীর ১৩ জন সহ মোট ৬৩ জনকে জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ দেয়া হয়।

৫০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে দৈনিক জনপ্রতি প্রশিক্ষণার্থীদের ৩০০ টাকা হারে ভাতা প্রদান করা হয়েছে। প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে ১০ হাজার টাকার সেলাই ও বিউটিফিকেশন কর্ম সহায়ক উপকরণ দেওয়া হয়েছে।



মন্তব্য চালু নেই