নোয়াখালীতে হরিণ খামার করে বিপাকে উদ্যোক্তা (ভিডিও)

সরকারি অনুমতি নিয়ে হরিণের খামার করে বিপাকে পড়েছেন নোয়াখালীর সেনবাগের এক উদ্যোক্তা।

চিড়িয়াখানা থেকে দুটি হরিণ কিনে ২০০০ সালে সেনবাগ উপজেলার কলাবাড়িয়া গ্রামের যুবক আবদুল কাদের ভুঁইয়া গড়ে তোলেন এই খামারটি।

খামারে এখন ২৫টি হরিণ থাকলেও সরকারি বিধিনিষেধে আটকে গেছে বিক্রিবাট্টা। ফলে মাসে ৬০-৭০ হাজার টাকা খামারের খরচ নিয়ে বিপাকে তিনি।

প্রাণিসম্পদ বিভাগ নিয়েও রয়েছে তার অভিযোগ।বিডি নিউজ

news_img

বিস্তারিত ভিডিওতে



মন্তব্য চালু নেই