নোয়াখালীর কবিরহাটে গণপিটুনিতে ডাকাত নিহত

এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালীর কবিরহাট উপজেলার সোন্দলপুর ইউনিয়নে স্থানীয় জনতার গণপিটুনিতে সাহাব উদ্দিন (৩৫) নামের এক ডাকাত নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সাহাব উদ্দিন জেলার সদর উপজেলার মধ্যম চরদিয়া গ্রামের আনার আহমদের ছেলে। স্থানীয়রা জানায়, বুধবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে সোন্দলপুর ইউনিয়নের চবিরপাইক গ্রামের সাহাব উদ্দিন তৌশিলদার বাড়ী ও দালাল বাড়ীতে ডাকাতি করে ৮-১০জনের একটি ডাকাতদল। ডাকাতি শেষে ফেরার পথে স্থানীয় মসজিদের মাইকে ডাকাতির বিষয়টি জনগনকে জানালে স্থানীয়রা ডাকাত দলকে ধাওয়া করে। এসময় সাহাব উদ্দিন নামের ওই ডাকাতকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে কবিরহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় সাহাব উদ্দিনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে সাহাব উদ্দিনের মৃত্যু হয়। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন গণপিটুনিতে ডাকাত নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।



মন্তব্য চালু নেই