নোয়াখালী ইউপি নির্বাচনে কেন্দ্র দখল, গুলিবিদ্ধ আহত ২২ নিহত ১

এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালী সদর উপজেলার ১০টি ইউনিয়নে কেন্দ্র দখল, জালভোট, বিরোধীপক্ষ ও সাংবাদিকদের ভোট কেন্দ্রে ঢুকতে বাধা এবং সংঘর্ষের ঘটনায় ১২ কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেছে প্রিজাইডিং অফিসারগণ।

শনিবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকে দুপুর ২টা পর্যন্ত এসব ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় এক ইউপি সদস্য প্রার্থী সহ ২২ জন আহত হয়েছে।

এদিকে, বিএনপি মনোনীত দুই চেয়ারম্যান প্রার্র্থী ভোট বর্জনের ঘোষণা দেন। এওজবালিয়া ইউনিয়নের বিএনপির প্রার্থী শাহজাহান স্বপন ও অশ্বদিয়া ইউনিয়নে বিএনপি প্রার্থী আবদ্লু আল ফারুক নির্বাচনে অনিয়ম ও কেন্দ্র দখলের অভিযোগে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

অপর দিকে নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আরাফাত (২৫) এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছে।

শনিবার (০৪ জুন) দুপুরে ঢাকা নেওয়ার পথে সে মারা যায়। সকালে ইউনিয়নের ভেলা নগর মোহাম্মদিয়া ইবতেদিয়া মাদরাসায় সংঘর্ষের ঘটনায় আরাফাত গুলিবিদ্ধ হয়। সুধারাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।



মন্তব্য চালু নেই