নোয়াপাড়ায় জেলের জালে আটকা পড়ল ১৫ ফুট লম্বা অজগর

চট্টগ্রামের রাউজানে আবারো লোকালয়ে একটি অজগর সাপ ধরা পড়েছে। গত ২১ আগস্ট শুক্রবার বিকেলে নোয়াপাড়া ইউনিয়নের উভলং গ্রামের একটি পুকুরের মাছ ধরার জালে আটকা পড়ে ১৫ ফুট লম্বা এ অজগর। ৩০ কেজি ওজনের ১৫ ফুট লম্বা এই সাপটিকে এলাকার লোকজন মিলে মাছের জন্য পুকুরে ফেলা জাল থেকে বের করে কুলে আনে।

এসময় এলাকার প্রচুর উৎসুখ জনতা এই সাপটি দেখতে ভিড় জমায়। নোয়াপাড়া পথেরহাটের হক ভিডিও সেন্টারের মো. তৈয়ব ও গোল্ডেন ফ্যাশনের মামুন জানিয়েছেন, শুক্রবার বিকেল ৩ টার দিকে উভলং গ্রামের একটি পুকুরের জালে আটকা পড়া সাপটি তিনিসহ এলাকার লোকজন দেখতে পান।

পরে কয়েকজন এলাকাবাসি মিলে অজগরটি ধরে ফেলে। স্থানীয় ইউপি সদস্য সুশিল দাশ বলেন, সাপটিকে শুক্রবার সন্ধ্যয় চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঠিয়ে দেয়া হয়েছে।



মন্তব্য চালু নেই