নৌকাডুবি : বাংলাদেশিসহ বহু মৃত্যুর আশংকা

লিবিয়া উপকূলের জুয়ারা শহরে অভিবাসী বহনকারী দু’টি নৌকাডুবে বাংলাদেশীসহ কয়েকশ’ মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। নৌকা দু’টিতে পাঁচশ’রও বেশি মানুষ ছিলেন। স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এ খবর জানিয়েছেন।

প্রথমে ডুবে যাওয়া নৌকাটিতে প্রায় ৫০ জন আরোহী ছিলেন। নৌকাটি বৃহস্পতিবার সাহায্যের জন্য সঙ্কেত পাঠিয়েছিল বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

প্রথম নৌকাটি ডুবে যাওয়ার পরপরই অতিরিক্ত যাত্রীবোঝাই দ্বিতীয় নৌকাটিও ডুবে যায়। ওই নৌকাটিতে প্রায় চারশ’ জন যাত্রী ছিল।

নৌকা দু’টি থেকে প্রায় দুইশ’ জনকে উদ্ধার করেছে লিবিয়ান কোস্টগার্ড। তবে নৌকা দু’টিতে অনেকে আটকা পড়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

নৌকা দু’টিতে বাংলাদেশী ছাড়াও সিরিয়া ও সাব সাহারা আফ্রিকান কয়েকটি দেশের নাগরিক ছিলেন। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।



মন্তব্য চালু নেই