নয়াদিল্লিতে ম্যাগি নুডলস বিক্রিতে নিষেধাজ্ঞা

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ম্যাগি নুডলস বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। আগামী ১৫ দিন এ নিষেধাজ্ঞা চলবে। উত্তরপ্রদেশের পর দিল্লিতে পরীক্ষায় ম্যাগি নুডলসে মনো-সোডিয়াম গ্লুটামেট ও সিসা থাকার প্রমাণ পাওয়ার পরই এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

গত মাসে প্রথম উত্তরপ্রদেশের বারাবাঙ্কি জেলায় ম্যাগি নুডলস পরীক্ষা করে মাত্রাতিরিক্ত সিসা ও মনো-সোডিয়াম গ্লুটামেট থাকার প্রমাণ পায় স্থানীয় খাদ্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। এর পরই বিষয়টি কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করে। তার পর সারাদেশে ম্যাগির নমুনা সংগ্রহ করে পরীক্ষার নির্দেশ দেওয়া হয়।

বারাবাঙ্কি জেলায় ম্যাগির উৎপাদনকারী প্রতিষ্ঠান নেসলে ইন্ডিয়া এবং দেশটির প্রখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন, মাধুরী দীক্ষিত ও প্রীতি জিনতার বিরুদ্ধে মামলা হয়েছে। ম্যাগির বিজ্ঞাপনে অংশ নিয়ে তারা অসত্য কথা বলেছেন বলে অভিযোগ আনা হয়েছে।

তবে নেসলে ইন্ডিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, তাদের পণ্য অনিরাপদ ও অস্বাস্থ্যকর নয়। ম্যাগি নুডলসের একটি জমজমাট বাজার হলো ইন্ডিয়া। বছরে দেশটিতে প্রায় দেড় হাজার কোটি রুপির ম্যাগি নুডলস বিক্রি করে থাকে নেসলে ইন্ডিয়া।

সূত্র : বিবিসি।



মন্তব্য চালু নেই