‘নয়া বিপ্লবের সূচনা করেছে আমাদের অর্থনীতি’

বাংলাদেশের অর্থনীতি নয়া বিপ্লবের সূচনা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। তিনি বলেন, এটা শুধু আমাদের কথা না, সারা বিশ্বের অর্থনীতিবিদেরা এটার স্বীকৃতি দিয়েছেন।

আজ শনিবার বিকালে রাজধানীতে সাউথইস্ট ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে গভর্নর এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

গভর্নর বলেন, বিশ্ব অর্থনৈতিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে। এবার আমরা ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হবো বলে আশা করা হচ্ছে। অর্থনৈতিক উন্নতির পাশাপাশি সামাজিক উন্নয়ন কর্মসংস্থানেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে জানান গভর্নর।

আতিউর রহমান বলেন, বাংলাদেশের অর্থনীতি আজ বিশ্বকে চমকে দিয়েছে। যারা একসময় আমাদের দূরাবস্থা দেখে হতাশা প্রকাশ করতেন তারাই আজ প্রশংসায় পঞ্চমুখ। তাদের মুখে ছাই দিয়ে আমাদের অর্থনীতি অভাবনীয় গতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের অর্থনীতি আজ সারা বিশ্বের জন্য দৃষ্টান্ত।

ড. আতিউর রহমান বলেন, বঙ্গবন্ধুর এই সোনার বাংলাদেশে দারিদ্র্য থাকতে পারে না। বঙ্গবন্ধু বলেছিলেন, আমাদের কেউ দাবিয়ে রাখতে পারবে না। বঙ্গবন্ধুর সেই কথা আমাদের অর্থনীতিতে আজ সত্য বলে প্রমাণিত হয়েছে। বিশ্বের কেউ আমাদের অর্থনীতিকে দাবিয়ে রাখতে পারবে না।

বাংলাদেশের অর্থনীতি দুর্দান্ত গতিতে এগিয়ে যাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান বাংলাদেশে ব্যাংকের গভর্নর।



মন্তব্য চালু নেই