পকেটে বিস্ফোরিত হলো আইফোন ৬ এস প্লাস

ফোন বিস্ফোরণের ঘটনা নতুন কিছু নয়। হরহামেশাই ফোন বিস্ফোরণের ঘটনা ঘটে। সস্তার ফোন বিস্ফোরিত হলে হয়তো এটির মালিকের কিছু যায় আসে না। কিন্তু ফোনটি যদি হয় টেক জায়ান্ট অ্যাপলের সর্বশেষ ফোন আইফোন ৬ এস প্লাস, তবে তো ঘটনাই বৈকি! আর এই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের আটলান্টায়।

দেশটির এক বাসিন্দা অভিযোগ করেছেন পকেটে থাকা অবস্থায় তার সাধের আইফোন ৬ এস প্লাস বিস্ফোরিত হয়েছে। আর এই ঘটনায় তিনি এতটাই ভয় পেয়েছিলেন যে, জনবহুল জায়গায় প্যান্ট খুলে ভৌ দৌড় দিয়েছেন।

ফোন বিস্ফোরণের ঘটনায় যুক্তরাষ্ট্রের ডব্লিউএসবি-টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে রকি নামের ঐ ব্যক্তি জানান, বিস্ফোরণের সময় তিনি তার বাড়ির নিচে পার্কিং এ ছিলেন। হঠাৎ তিনি টের পান প্যান্টের পকেটে কিছু পুড়ছে এবং ধোঁয়া বের হচ্ছে। তাই সে দেরি না করে প্যান্ট খুলে ফেলে এদিক সেদিক দৌড়াতে থাকেন। তার এমন উদ্ভট কাণ্ড দেখে পার্কিং এ থাকা লোকজন হাসাহাসি করতে থাকে। ইজ্জতের বারোটা বেজে গেছে তার। তবে তার বড় ধরণের কোনো দুর্ঘটনা ঘটেনি। শুধু ফোনটাই নষ্ট হয়ে গেছে।

রকি জানান ফোনটি তিনি থার্ড পার্টির কাছ থেকে কিনেছিলেন। তার ফোন বিস্ফোরণের ঘটনা অ্যাপলের কাছেও জানিয়েছেন তিনি।

এদিকে অ্যাপল জানিয়েছে, তারা ঘটনার তদন্তে নেমেছেন। ঠিক কি কারণে ফোনটি বিস্ফোরিত হলো তা খতিয়ে দেখছে প্রতিষ্ঠানটি।



মন্তব্য চালু নেই