পঞ্চম দিনের মতো অনশনে শিক্ষকরা

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের নিম্নমাধ্যমিক-মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, কারিগরি ও মাদ্রাসার স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে পঞ্চম দিনের মতো আমরণ অনশন কর্মসূচি পালন করছে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারীরা।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকরা বলেন, ‘প্রধানমন্ত্রী আপনার প্রতি আমাদের অনুরোধ, আপনি আমাদের পাশে এসে দাঁড়ান। আমাদেরকে আমাদের পরিবার-পরিজনদের কাছে যাওয়ার ব্যবস্থা করে দিন।’

তারা বলেন, ‘যতক্ষণ পর্যন্ত সরকারের পক্ষ থেকে এমপিওভুক্তির ঘোষণা না দেওয়া হবে, ততক্ষণ আমরা ঘরে ফিরব না।’

এদিকে পঞ্চম দিনের মতো অনশন কর্মসূচি পালন করতে গিয়ে অনেক শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন  নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন সভাপতি এশরাত আলী।

শিক্ষকনেতারা বলেন, ‘আমাদের দাবি আদায়ে সরকারের কোনো রকম সাড়া না পাওয়ায় আমরা বাধ্য হয়ে আমরণ অনশন কর্মসূচিতে অংশ নিয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।’



মন্তব্য চালু নেই