পতেঙ্গা সৈকতে প্রতিমা বির্সজন: লাখো মানুষের মিলনমেলা

চট্টগ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের দূর্গা পূজার বিজয় দশমি শেষে প্রতিমা বির্সজন শুরু হয়েছে। সকাল থেকেই পতেঙ্গা সমুদ্র সৈকতে ভিড় করতে শুরু করেছে পূজার্থীরা। প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে পতেঙ্গা সমুদ্র সৈকতে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

শুক্রবার সকাল থেকে চট্টগ্রামের প্রায় ৪টি এলাকায় প্রতিমা বির্সজন দেওয়ার জন্য হিন্দু ধর্মবলম্বীরা জড়ো হতে শুরু করে । সকাল দশটা নাগাদ লোকে লোকারন্য হয়ে উঠে পতেঙ্গা সমুদ্র সৈকত।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর আওয়ার নিউজকে জানান, সমুদ্র সৈকত এলাকায় ৪ প্লাটুন পুলিশ ছাড়াও র‌্যাব ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছে। সবাই যাতে নির্বিঘে প্রতিমা বিসর্জন দিতে পারে সেই ব্যাপারে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, উল্লেখ করেন তিনি।

পতেঙ্গা ছাড়াও সদরঝাট,কর্ণফূলিতেও প্রতিমা বির্সজন দিতে লোকজন জড়ো হয়েছে, এসব স্থানেও চট্টগ্রামের বিভিন্ন এলাকার হিন্দু ধর্মাবলম্বীরা দেবী দূর্গাকে বিদায় জানাচ্ছেন।



মন্তব্য চালু নেই