পত্নীতলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

মোসা: শিউলি খাতুন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা গুলোতে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার সকাল ১১টায় নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আ.লীগের সহসভাপতি আব্দুল খালেক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য দেন পত্নীতলা থানা ওসি আজিম উদ্দীন, নওগাঁ সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক বদরুদ্দোজা, নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির সাধারণ সম্পাদক এজেড মিজান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নজিপুর প্রেস ক্লাব সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ, সাংবাদিক টিপু সুলতান, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাজী মর্জিনা বেগম, সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক, হারুন আর রশিদ, প্রণব কুমার দাস, পার্থ সারথী, রশিদুল আলমসহ অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী ও অবিভাবক বৃন্দ।

অন্যদিকে, বেলা ১২টায় চকনিরখীন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও নজিপুর পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর সুকুমার চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বিমান কুমার দাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, শাহিনুর আলম, রতœা দাস প্রমুখ। জানা যায়, এদিন উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠনে জঙ্গি বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।



মন্তব্য চালু নেই