পত্নীতলায় ৪ মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড!

মোসা: শিউলি খাতুন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় ৪মাদকসেবীকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে দিয়েছেন থানা পুলিশ।

জানা যায়, ৪ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে থানা পুলিশ ওই ৪মাদকসেবীকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কার্যালয়ে হাজির করা হলে মাদকসেবীরা বিভিন্ন নেশা জাতীয় সেবন করেন তা স্বীকার করলে প্রত্যেককে এক বৎসর করে বিনাশ্রম করাদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মালেক জানান, উপজেলা সদর নজিপুর পৌর এলাকার মাদ্রাসা পাড়ার আবু সাইদের পুত্র আব্দুল মালেক (২৭), নজিপুর মাদ্রাসা পাড়ার আফসার আলীর পুত্র মনির (২৯), নজিপুর মোল্লাপাড়ার সাইদুর রহমানের পুত্র শামীম (২৭) ও উপজেলার চকমূলী ডাঙ্গাপাড়া গ্রামের মৃত-সাদেকুর রহমানের পুত্র মাসুদ রানা (৩২) কে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ২৬ অপরাধে প্রত্যেককে এক বৎসর করে বিনাশ্রম করাদণ্ড প্রদান করা হয়েছে।

পত্নীতলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন উপরোক্ত বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আসামীদের নওগাঁ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।



মন্তব্য চালু নেই