পথ আটকে রাখার ইচ্ছা ঈশ্বরের নয়

রাস্তা ও ফুটপাথে বেআইনিভাবে তৈরি ধর্মস্থানগুলিকে ভেঙে না দেওয়ায় বিরক্তি প্রকাশ করেছে ভারতের সুপ্রিম কোর্ট। মঙ্গলবার দেশটির সর্বোচ্চ আদালত স্পষ্ট করেই বলেছে, যেখানে-সেখানে ধর্মস্থান গড়ে তোলা ঈশ্বরকেই অসম্মান করা।

বিচারপতি ভি গোপালা গৌড়া ও বিচারপতি অরুণ মিশ্রর বেঞ্চ এক রিট আবেদনের শুনানিতে বলেন, এসব পরিকাঠামো ভেঙে ফেলতেই হবে। আমরা জানি কোনো রাজ্যেই এ ব্যাপারে কাজ হয়নি। পথ আটকে রাখার ইচ্ছা ঈশ্বরের কখনও ছিল না। কিন্তু আপনারাই পথ আটকে রাখছেন।

আগামী দু’সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত কাজের হলফনামা জমা দিতে সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন আদালত।



মন্তব্য চালু নেই