পদক জয়ের পর পদকে কামড় দেয় কেন?

পৃথিবীতে বিভিন্ন সসময় বিভিন্ন ধরণের কার্যকলাপ দেখে আমাদের মনে বিভিন্ন সময় বিভিন্ন ধরণের প্রশ্ন উঁকি দেয়। তখন আবার আমরা হন্য হয়ে সেই উত্তরের খোঁজে নেমে পরি।

মানুষ আনন্দে অনেক কিছু করে ফেলে। অতিরিক্ত আনন্দে মানুষ কি রেখে কি করবে বুঝে উঠতে পারে না। কিন্তু একাধিক মানুষ যখন একইভাবে জয় উদজাপন করেন তখন খুব জানতে ইচ্ছা করে এর পেছনের কাহিনী।

অলিম্পিকে যারা পদকের দেখা পায়, তারা গলায় পদক পরে আগে তাতে একটি কামড় দেয়। কখনও ভেবে দেখেছেন এর পেছনে কি কারণ থাকতে পারে?

আসলে তারা সোনা, রুপা না ব্রোঞ্জের স্বাদ দেখার জন্য এই কাজ করেন না। বেশিরভাগ স্বর্ণপদক কিন্তু রুপা দিয়ে তৈরি। এতে ৯৪ শতাংশ রুপা থাকে এবং বাকি ৬ শতাংশ সোনা থাকে। এরপরও বিজয়ীরা পদকের স্বাদ নিতে পদকে কামড় দেয় চিন্তা করলে সেটা হবে আপনার ভুল ধারণা।

আসলে ফটোগ্রাফারগণ একটি ছবি যতটা পারেন রসালো করে তৈরি করার চেষ্টা করেন। এতে মানুষ সেই ছবি পছন্দ করেন অনেক। ফটোগ্রাফারের কথায় পদকে কামড় দিয়ে ছবি তুলেন অনেকে। হাটে বা গলায় পড়া পদকে ছবি অধিক আগ্রহের সৃষ্টি না করলেও কামড় দেয়া ছবি কিন্ত সবসময় সাড়া ফেলে এসেছে।–সুত্র: মিরর।



মন্তব্য চালু নেই